কোরআনে আছে আল্লাহ কোন সসম্রপ্দারদায়ের ভাগ্য বদলান না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের ভাগ্য বদলায়। ভাগ্য বদলায় সমবায়ে।একার মাধ্যমে যা অসম্ভব, সমবায়ের যৌথ প্রচেষ্ঠায় তা সহজেই সম্ভব।রাইসুর রোকাত ঢাকা হতে গ্রামে গিয়ে ঘুড়ি উড়িয়ে সবাইকে তাক লাগাতে চেয়েছিল। ছোকরা বুঝেনি একাই কয়েকটি ঘুড়ি একসাথে উড়ানো সম্ভব নয়। দুটি ঘুড়ি একসাথে উড়াতে প্যাচ লেগে একটি ঘুড়ি কেটে গেল।তার পিতা সমবয়ের লোক ছেলের অসম্ভব লড়াই বুঝতে পারল এবং বলল কয়েক জন ছেলেকে সাথে নিতে। গ্রামের ছেলেদের সাথে মহা আনন্দে রোকাতের ঘুড়ির উড়ানোতে সবাই আনন্দ পেল।রোকাত বুঝতে পারল একার পক্ষে যা অসম্ভব, সমবায়ের যৌথ প্রচেষ্ঠায় তা সহজেই সম্ভব। তাই সে ভাবলেএকটি সমবায় গড়বে।---------
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS